সনাতন ধর্মাবলম্বীদের মহাঅষ্টমী, বাসন্তী পূজা ও পুণ্যস্নান দেশের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। লাখো পুণ্যার্থী এসব ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে শুরু হয়েছে মহাঅষ্টমীর পুণ্যস্নান। দেশ-বিদেশ থেকে আসা হাজারো মানুষ স্নানে অংশ নিচ্ছেন। দুই দিনব্যাপী স্নান শুরু হয়েছে শনিবার রাত থেকে।
ভারত, নেপাল ও শ্রীলঙ্কা থেকেও পুণ্যার্থীরা এসেছেন। সোমবার পর্যন্ত লাঙ্গলবন্দের ১৯টি ঘাটে স্নান চলবে।
এছাড়া কুড়িগ্রামের চিলমারীতেও ব্রহ্মপুত্র নদে মহাঅষ্টমী স্নানে অংশ নিয়েছেন কয়েক লাখ মানুষ।
এছাড়াও দেশের বিভিন্ন পূজামণ্ডপে মহাঅষ্টমী ও বাসন্তী পূজা পালিত হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, টাঙ্গাইল, বরিশাল, ঝালকাঠি, কুমিল্লা, চাঁদপুরসহ বহু স্থানে অনুষ্ঠিত হয়েছে পূজা ও ধর্মীয় উৎসব।
সব জায়গায় নিরাপত্তায় ছিল বাংলাদেশ সেনাবাহিনী। সেনাসদস্যরা টহল দিয়েছে, যান চলাচলে সাহায্য করেছে এবং পূজার আয়োজকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে।
সেনাবাহিনীর এই তৎপরতায় পূণ্যার্থীরা নিরাপদে ধর্মীয় আচার পালন করতে পারছেন। সবাই সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, ভবিষ্যতেও তারা সব ধর্মীয় ও জাতীয় আয়োজনে পাশে থাকবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মহাঅষ্টমী বাসন্তী পূজা পুণ্যস্নান নারায়ণগঞ্জ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh