Logo
×

Follow Us

প্রতিবেদন

সাবেক সিইসির বাসায় ‘মব’: পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থার ঘোষণা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১২:৫২

সাবেক সিইসির বাসায় ‘মব’: পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থার ঘোষণা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাবেক নির্বাচন কমিশনার-সিইসি কে এম নুরুল হুদাকে আটকের সময় জনতার মাধ্যমে যে ‘মব জাস্টিস’ হয়েছে, সেই ঘটনায় পুলিশের অবহেলা থাকলে বাহিনীটির সদস্যদের বিরুদ্ধে তদন্ত করে ব্যস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

নুরুল হুদাকে যেভাবে বাসা থেকে ধরে আনা হয়েছে, সেটি ‘কোনোভাবেই কাম্য নয়’ বলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এমন ঘটনা ঘটলে এবং বাহিনীর কেউ তাতে জড়িত থাকলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আরেক সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের যে খবর বিভিন্ন সংবাদ মাধ্যম ছাপিয়েছে, সেটিও সঠিক নয় বলে জানান উপদেষ্টা।

আগের দিন দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনা করা তিন সিইসি যথাক্রমে কাজী রকিবউদ্দীন আহমদ, নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ ১৯ জনের বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় মামলা করে বিএনপি। পরে বিকালে উত্তরা ৫ নম্বর সেক্টরে নুরুল হুদার বাসায় হানা দেয় একদল মানুষ। তারা সাবেক সিইসিকে বাসা থেকে বের করে এনে গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করে।

ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতেই নুরুল হুদাকে শারীরিকভাবে আক্রমণ করা হয়েছে, কিন্তু বাহিনীটির সদস্যরা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। 

ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. মহিদুল ইসলাম বলেন, “আমরা সাবেক সিইসি নুরুল হুদা নিরাপদে হেফাজতে নিয়ে ডিবিতে পাঠিয়ে দিয়েছি। ডিবি থেকে তাকে শেরে বাংলা নগর থানায় হস্তান্তর করা হবে। শেরে বাংলা নগর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।”

নুরুল হুদাকে হেনস্থার এই ভিডিও ছড়িয়ে পড়ার পর রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিবৃতি আসে।  এতে বলা হয়, “অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী এবং ফৌজদারি অপরাধ।”

‘মব’ সৃষ্টি করে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন কৃষিজমি রক্ষার বিষয়েও। তিনি বলেন, “কৃষিজমি সুরক্ষা আইন তৈরি করা হচ্ছে, যাতে কৃষিজমি দখল রোধ করা যায়। পাশাপাশি দেশি ফলের উৎপাদন বাড়ানো প্রয়োজন, যাতে বিদেশি ফলের চাপে দেশি ফল হারিয়ে না যায়।”

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গাজীপুরের ডিসি নাফিসা আরেফীন, পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক, হর্টিকালচার সেন্টারের প্রধান এনামুল হকসহ পুলিশ ও কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপদেষ্টা সেন্টারের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং কার্যক্রমের নানা দিক নিয়ে নির্দেশনা দেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫