মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যা: নেত্রকোণা থেকে দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১৮:১৭

পুরান ঢাকায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে মাথা থেঁতলে হত্যা করা হয়।
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামিকে নেত্রকোণা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার ভোরে নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকায় অভিযান চালিয়ে সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী নামে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ঢাকার ডিবি পুলিশের সঙ্গে সহযোগিতা করে নেত্রকোণা জেলা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
পুলিশ জানায়, গ্রেপ্তার সজীব ও রাজীব বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার বাসিন্দা। তাদের বাবার নাম ইউনুস ব্যাপারী। সোহাগ হত্যা মামলায় রাজীব ১০ নম্বর এবং সজীব ৭ নম্বর এজাহারনামীয় আসামি।
গত বুধবার বিকেলে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয়। ডেকে নিয়ে পিটিয়ে ও ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে শরীর থেঁতলে দেওয়া হয়। পরে বিবস্ত্র করে নির্যাতন চালানো হয় এবং মৃতপ্রায় অবস্থায় শরীরের ওপর লাফিয়ে আঘাত করা হয়।
বর্বরোচিত ওই হামলার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত দুই ভাই পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর আজই তাদের ঢাকায় নিয়ে গেছে পুলিশ।