Logo
×

Follow Us

প্রতিবেদন

ফেব্রুয়ারিতে ভোটে চ্যালেঞ্জ আছে: সিইসি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৩৯

ফেব্রুয়ারিতে ভোটে চ্যালেঞ্জ আছে: সিইসি

নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি এম এম নাসির উদ্দিন

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের চ্যালেঞ্জ থাকলেও নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের দপ্তরে সিইসি সাংবাদিকদের বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। আমাদের প্রস্তুতির ঘাটতি হবে না।”

প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান সিইসি। এ ক্ষেত্রে ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

সিইসি বলেন, “প্রধান উপদেষ্টা যে চিঠি দেওয়ার কথা বলেছেন, আমরা আশা করছি শিগগিরই তা পেয়ে যাব। চিঠি পাওয়ার পর তফসিল ঠিক করবে ইসি। তবে ভোটের দুই মাস আগে তফসিল দেয়া হবে।”

মঙ্গলবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে ভোট আয়োজনে ইসিকে চিঠি দেওয়ার কথা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।

সাংবাদিকদের সিইসি জানান, “নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন স্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করতে কমিশন এক মাস সময় হাতে রাখছে। এছাড়া কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং নিয়ম মেনেই নির্বাচনি সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সিইসি নাসির উদ্দিন বলেন, “২২ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের কেনাকাটা সম্পন্ন করতে চায় ইসি। ১০ আগস্ট পর্যন্ত দাবি আপত্তির সুযোগ রাখা হয়েছে। পরবর্তীতে শুনানির মধ্য দিয়ে চূড়ান্ত করা হবে।”

ভোটে দুই চ্যালেঞ্জ: ভোটারের আস্থা ও এআই

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের আস্থা ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি। এ এম এম নাসির উদ্দিন বলেন, “মানুষ এখন নির্বাচন কমিশনের উপর আস্থা হারিয়েছে। আমরা চাই, আস্থা ফেরাতে। মিডিয়া, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সবাই মিলে কাজ করতে চাই। জনগণ যেন দেখে, নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর হচ্ছে। এজন্য ম্যাসিভ এওয়ারনেস ক্যাম্পেইন চালানো হবে।”

ভোটে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে উন্নত দেশগুলোর অভিজ্ঞতা নিয়ে একটি রূপরেখা তৈরি করা হবে বলে জানান সিইসি। বলেন, “ভুয়া তথ্য, ভিডিও, মিথ্যা প্রচারণা— এসব এখন বড় চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য হলো এআই মিসইউজ রোধ করা।”

নিরপেক্ষতা নিশ্চিতে কঠোর হবে ইসি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করা হবে জানিয়ে সিইসি বলেন, “আগের মতো কোনো রাজনৈতিক চাপ নেই, বরং এখন চাপ থাকবে পেশাদার ও নিরপেক্ষ কাজ করার। আমাদের লক্ষ্য হলো একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা। ডিসি, এসপি, প্রশাসন, পুলিশ, ডিজিএফআই, এনএসআই — সবাইকে বলেছি, দলীয় পক্ষপাত ছাড়াই নিরপেক্ষভাবে কাজ করতে হবে।”

রিটার্নিং অফিসারদের বিষয়ে বলেন, “আমরা এ বিষয়ে চিন্তা করছি। যারা পূর্বে পক্ষপাতদুষ্ট ছিল, তারা যাতে নিরপেক্ষ থাকেন তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিচ্ছি। এখন কোনো প্রকার চাপ নেই, বরং যারা অনিয়ম করবেন তাদের জবাবদিহি করতে হবে— মানুষ, রাষ্ট্র ও আল্লাহর কাছে।”

ভোট দিতে পারবেন আওয়ামীলীগ সমর্থকরা

সিইসি বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন বিচারাধীন বিষয়। দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে না, তবে ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন। সমর্থকরা ভোট দিতে পারবেন। এ বিষয়ে আইনের বিধান অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।”

অংশগ্রহণমূলক নির্বাচন

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক নির্বাচন। রাজনৈতিক দল, ভোটার— সবাই যেন নির্বিঘ্নে অংশ নিতে পারে। অতীতে অনেক দল নির্বাচনে অংশ নিয়েছে, এবারও চাই আরও বেশি জনগণের অংশগ্রহণ।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫