Logo
×

Follow Us

প্রতিবেদন

আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১৮:০৭

আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার

শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) নির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এই সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “দায়িত্বশীলতার সঙ্গে আমরা যতটুকু সম্ভব করেছি। তারা সেটাকে গ্রহণ করে ক্লাসে যাতে ফিরে যান এই আবেদন রাখছি শিক্ষকদের কাছে।”

উপদেষ্টা আরও বলেন, “শিক্ষকরা যা পেয়েছেন, তা যথেষ্ট নয়। আরও অনেক বেশি পাওয়া দরকার। কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে, সেটার ওপর কিছু করার নেই আমাদের। আমাদের দিক থেকে অনেক চেষ্টা করেছি।”

আন্দোলনরত শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবি জানিয়ে আসছে। তবে সরকারের ঘোষণায় বাড়িভাড়া ভাতা ধরা হয়েছে ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা)।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মিতু মরিয়ম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এই ভাতা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। তবে এর জন্য কোনো বকেয়া প্রদান করা হবে না। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে এ ভাতা নতুন বেতন স্কেলের সঙ্গে সমন্বয় করা হবে এবং সংশ্লিষ্ট নীতিমালা ও বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩০ সেপ্টেম্বর সরকার বাড়িভাড়া ভাতা ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা করেছিল। সেটি প্রত্যাখ্যান করে শিক্ষকরা আন্দোলনের ঘোষণা দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় ভাতা আরও বাড়ানোর প্রস্তাব দেয় অর্থ মন্ত্রণালয়ে।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। তারা মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পেতেন, যা এখন বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে। উৎসব ভাতা বর্তমানে মূল বেতনের ৫০ শতাংশ হারে দেওয়া হচ্ছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, “এ অবস্থায় আন্দোলনরত শিক্ষক যারা রয়েছেন, তারা শ্রেণিকক্ষে ফিরে যাবেন। স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম শুরু হবে। এটাই আমরা আশা করছি।”  তবে সরকারের এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫