স্কুলে সাড়ে ৬ লাখ টাকার অনুদান দিলেন ঝিনাইদহ পৌরমেয়র হিজল

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭

ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজকে স্মার্ট টিভি প্রদান করছেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। ছবি: সংগৃহীত
ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজকে স্মার্ট স্কুলে রূপান্তরিত করার লক্ষ্যে বিদ্যালয়ের সভাপতি, পৌর মেয়র এবং জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল নিজস্ব অর্থায়নে ৫টি ল্যাপটপ, ৫টি স্মার্ট টিভি, ১টি প্রজেক্টর, ১টি ফটোকপি মেশিন প্রদান করেছেন ।
তিনি এসময় তার নিজস্ব ফান্ড থেকে সর্বমোট ৬৬৩৫০০ টাকার শিক্ষা উপকরণ বিতরণ করেন।
আরো জানা যায়, জাহেদী ফাউন্ডেশনে উদ্যোগে প্রতিমাসে শিক্ষার্থীদের জন্য ৫০,০০০ টাকা মেধাবৃত্তি এবং নন এমপিও শিক্ষকদের সম্মানী বাবদ ৫০,০০০ টাকা প্রদান করা হয় ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা, পৌর কাউন্সিলর বৃন্দ, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা, সহকারী ইঞ্জিনিয়ারসহ ম্যানেজিং কমিটির সদস্যরা।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শাহানাজ পারভীন।