Logo
×

Follow Us

আন্তর্জাতিক

রামলীলায় শপথ নিবেন কেজরিওয়াল

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২০, ২৩:১১

রামলীলায় শপথ নিবেন কেজরিওয়াল

বিজেপিকে উড়িয়ে তৃতীয়বার দিল্লি জয় করেছে আম আদমি পার্টি (আপ)। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ১৬ ফেব্রুয়ারি (রবিবার) তৃতীয় বারের মতো শপথ নেবেন অরবন্দ কেজরিওয়াল। শপথগ্রহণ অনুষ্ঠান হবে দিল্লির রামলীলা ময়দানে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজলের সঙ্গে সাক্ষাৎ করে শপথের দিনক্ষণ জানিয়ে এসেছেন কেজরিওয়াল।

তবে শপথের আগে সাংবিধানিক নিয়ম মেনে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল। কিন্তু সাংবিধানিক এই নিয়মকানুনের বাইরেও সবচেয়ে দেখার বিষয় হয়ে উঠেছে শপথের মঞ্চে কারা কারা থাকবেন তা নিয়ে। কেজরিওয়াল শপথগ্রহণের মঞ্চ তার চেয়েও ব্যাপ্তিতে বড় হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

কংগ্রেসসহ বিরোধী সব দলের নেতা-নেত্রীদের আমন্ত্রণ জানানো হবে। থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে আম আদমি পার্টির সূত্রে খবরে বলা হয়, আগে দলনেতা নির্বাচন, সরকার গঠনের দাবি জানানোসহ যাবতীয় সাংবিধানিক প্রক্রিয়ার পর্ব শেষ হওয়ার পরেই আমন্ত্রণপত্র পাঠানো শুরু হবে।

৭০ আসনের দিল্লির বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে মঙ্গলবার। কেজরিওয়ালের দল আম আদমি পার্টি জিতেছে ৬২ আসনে। উল্টোদিকে মাত্র ৮টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপিকে। কংগ্রেসের হাতে একটি আসনও নেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫