Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

ভারতে গ্যাস লিকেজে অসুস্থ হয়ে ১১ জনের মৃত্যু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১৬:৩৯

ভারতে গ্যাস লিকেজে অসুস্থ হয়ে ১১ জনের মৃত্যু

ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ সদস্যরা। ছবি: ইন্ডিয়া টুডে

ভারতে পাঞ্জাব রাজ্যের লুধিয়ানা শহরে গ্যাস লিকেজের কারণে অসুস্থ হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আরও ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডের।

প্রতিবেদনে বলা হয়, আজ রবিবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে লুধিয়ানার গিয়াসপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে গ্যাস লিকেজের কারণ, ধরন কিংবা উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ইন্ডিয়া টুডে জানায়, জনবহুল ওই শিল্প এলাকাটি থেকে থেকে বিড়ালের মরদেহও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। এদের মধ্যে ১০ বছর ও ১৩ বছর বয়সী দুই ছেলে শিশুও রয়েছে।

এ ঘটনার পর থেকে পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যরা কাজ করছেন।

লুধিয়ানা জেলার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বাতি তিওয়ানা বলেছেন, ‘গ্যাস লিকেজের কারণেই এমনটি ঘটেছে। তবে গ্যাসের ধরন এবং উৎস এখনো জানা যায়নি। এনডিআরএফ বিষয়টি তদন্ত করবে। আপাতত স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজে গুরুত্ব দেয়া হচ্ছে।’

জেলাটির ডেপুটি কমিশনার সুরভি মল্লিক বলেছেন, ‘এ পর্যন্ত ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গ্যাস দূষণের কারণেই এমনটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত ম্যানহোলের মিথেনের সঙ্গে কিছু রাসায়নিক বিক্রিয়া হয়েছে। সব কিছুই ক্ষতিয়ে দেখা হচ্ছে। এনডিআরএফ নমুনা সংগ্রহ করছে।’

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, ‘ঘটনাস্থলে সম্ভব সব ধরনের তৎরতা চলছে, দেয়া হচ্ছে সহায়তা। খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫