Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

পাকিস্তানে ক্যান্টনমেন্টে ইমরান সমর্থকদের হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ২১:৩৬

পাকিস্তানে ক্যান্টনমেন্টে ইমরান সমর্থকদের হামলা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে তার সমর্থকরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ক্যান্টনমেন্টে প্রবেশ করে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (৯ মে) বিক্ষোভকারীরা লাহোরের সেনা কমান্ডারদের বাসভবন এবং রাওয়ালিপিন্ডির সেনা সদর দপ্তরে এ হামলার ঘটনা ঘটেছে।

এর আগে, দুপরে ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ‘তুলে নিয়ে যায়’ আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। একটি মামলায় হাজিরা দিতে তিনি আদালতে গিয়েছিলেন। 

পরে পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান এক বিবৃতিতে জানান, একটি ট্রাস্ট মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু করে ইমরান সমর্থকরা। বিক্ষোভ নিয়ন্ত্রণে ইসলামাবাদ ও রাওয়ালাপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ডন অনলাইন জানিয়েছে, পিটিআই বিক্ষোভকারীরা কোয়েটার ক্যান্টনমেন্ট এলাকার বাইরে আসকারি চেকপোস্টের কাছে জড়ো হয়েছে। তারা সেখানে বিক্ষোভ করছে। তবে সেনানিবাসের ভেতরে হামলার ঘটনা ঘটেছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

রাওয়ালাপিন্ডিতে সেনা কমান্ডারদের বাসভবনের বাইরে পিটিআইয়ের বিক্ষোভকারী লাঠিসোঁটা নিয়ে প্রথমে জড়ো হয়। প্রথমে তারা ওই এলাকার গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। 

লাহোরের সেনানিবাস এলাকায় পিটিআই সমর্থকরা এক সামরিক অফিসারের বাসভবনে ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। এসময় সেখানে তার আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একদল পুরুষের মুখ আংশিকভাবে ঢেকে লাঠিসোঁটা নিয়ে একটি গেট প্রাঙ্গণে প্রবেশ করছে। পরে তাদের লাঠি দিয়ে দেয়ালে আঘাত করতে দেখা গেছে। এ সময় একজন সেনাসদস্যকেও অস্ত্র হাতে দেখা গেছে। তবে তাকে তখন ভীত দেখাচ্ছিল। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫