পাহাড়ি ধস ও বন্যায় বিধ্বস্ত সিকিম, দুই হাজার পর্যটক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৩, ২০:০৭

ছবি: সংগৃহীত
টানা তিনদিনের বৃষ্টি, পাহাড়ি রাস্তায় ধস এবং বন্যার ফলে বিপর্যস্ত সিকিম। উত্তর সিকিম থেকে দুহাজার পর্যটককে উদ্ধার করে রাজধানী গ্যাংটকে আনা সম্ভব হয়েছে। লাচুং এবং লেচংয়ে আটকে পড়েছেন আরও তিনশ’ জন।
মৃত্যুর কোনো খবর এখনও না পাওয়া গেলেও আহত হয়েছেন বহু। বিপর্যয় না কাটলে উদ্ধার হওয়া ব্যক্তিদের সমতলে ফেরানো যাবে না।
গ্যাংটক-শিলিগুড়ির রাস্তায় ফাটল দেখা দিয়েছে। বহু রাস্তা প্লাবিত। আধা সেনাবাহিনী ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজে নেমেছে।
এই অবস্থায় প্রভাব পড়ছে পশ্চিম বাংলার পর্যটনেও। পাশের রাজ্য সিকিমের তুষারপাত, ধসের ফলে মাঝেমধ্যেই সমস্যায় পড়তে হয় বাংলার পর্যটন ব্যবসায়ীদের।
উত্তর সিকিমের পাশাপাশি পশ্চিম সিকিমেও ধসের খবর মিলেছে। আর এই বিপর্যয়ের ফলেই ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন প্রচুর পর্যটক। ধস পরিস্থিতিতে আগে থেকে বুক করে রাখা ট্যুর প্ল্যানও বাতিল করছেন অনেকেই।
বিশেষ করে যে সমস্ত পর্যটন লাচেন, লাচুং, ইয়ুমথাং যাওয়ার প্ল্যান করেছিলেন তা বাতিল করছেন।