Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

মহারাষ্ট্রে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে নিহত ১৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৯:৫৫

মহারাষ্ট্রে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে নিহত ১৬

ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের থানে জেলার শাহপুর তহসিলে আজ মঙ্গলবার (১ আগস্ট) গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, শাহপুরের খুতাদি সারলাম্বে গ্রামে সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় পর্যায়ের নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএনআই বলছে, এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এতে তিনজন আহত হয়েছে। 

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। পুলিশ, ফায়ার ব্রিগেড কর্মীরা স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে উদ্ধার অভিযানের কার্যক্রম চালাচ্ছে। 

ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই ঘটনার তদন্ত হবে।_টাইমস অব ইন্ডিয়া 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫