Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত মোদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ১৮:৩৮

গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা গান এবারে মনোনীত হলো গ্র্যামি পুরস্কারের জন্য। ‘অ্যাবানডান্স অব মিলেটস’ নামের গানটি চলতি বছর জুন মাসে মুক্তি পেয়েছিল। আর সেই গানটিতে মিলেট তথা বাজরার গুণাগুণ সম্পর্কে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার লেখা সে গানটিই এবার সংগীত জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কারের  জন্য মনোনয়ন পেল। 

এর আগে ২০২৩ সালকে ‘বাজরার বছর’ বলে জাতিসংঘের পক্ষে ঘোষণা করা হয়েছিল। তখন ভারতের তরফ থেকেই এ প্রস্তাব দেওয়া হয়েছিল। জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন গভর্নিং বডি এবং সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সদস্যরা সেই প্রস্তাবটি গ্রহণও করেছিলেন। 

এদিকে এই খাদ্যশস্যের উপকারিতা এবং গুণ বিশ্ববাজারে প্রচারে উঠে পড়ে লেগেছে ভারত সরকার।

এমনকি দারিদ্র্য দূরীকরণেও এই শস্য আগামী দিনে দেশের হাতিয়ার হয়ে উঠতে পারে বলে দাবি কেন্দ্রের।

সম্প্রতি দিল্লিতে আয়োজিত জি২০ শীর্ষ সম্মেলনে দেশ বিদেশের সম্মানীয় অতিথিদেরকে এই বজরার বাজরার তৈরি বিভিন্ন খাবার পরিবেশন করানো হয়। এমনকি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময়েও তার ডিনারে ছিল মিলেটের তৈরি খাবার।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর লেখা ‘অ্যাবানডান্স ইন মিলেট’ গানটি গেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ফালু ফাল্গুনী শাহ এবং তার স্বামী গৌরব শাহ।

সূত্র দ্যা ওয়াল 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫