Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

মুসলিমদের দমন বাড়াতে করোনাকে ব্যবহার করছে ভারত: অরুন্ধতী রায়

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২০, ১২:৪৬

মুসলিমদের দমন বাড়াতে করোনাকে ব্যবহার করছে ভারত: অরুন্ধতী রায়

বুকার জয়ী উপন্যাসিক অরুন্ধতী রায় মনে করেন, মুসলিমদের দমন বাড়াতে করোনাভাইরাসকে কাজে লাগাচ্ছে ভারত সরকার।

নাৎসিরাও একই কৌশল ব্যবহার করতো বলে মন্তব্য করেছেন তিনি।

তবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি তার এই বক্তব্যকে ‘মিথ্যা’ ও ‘বিভ্রান্তিকর’ বলে নিন্দা করেছে।

রাজনৈতিক অ্যাক্টিভিস্ট অরুন্ধতী গত শুক্রবার অভিযোগ করেছেন, করোনাভাইরাস মহামারিকে হিন্দু ও মুসলিমদের মধ্যে উত্তেজনা বাড়াতে কাজে লাগাচ্ছে ভারত সরকার। 

ডয়চে ভেলেকে তিনি বলেন, ভারতের জাতীয়তাবাদী সরকার এই কৌশল ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে নিখুঁতভাবে এমন কিছু করতে যাচ্ছে যার প্রতি বিশ্বের নজর রাখা উচিত। হিন্দুপ্রধান দেশটির বর্তমান পরিস্থিতি গণহত্যার দিকে ধাবিত হচ্ছে।

তিনি বলেন, আমি মনে করি কেভিড-১৯ ভারতের এমন কিছু বিষয় ফুটিয়ে তুলেছে যা আমরা সবাই আগে থেকেই জানতাম। আমরা ভুগছি, তবে শুধু কভিডে নয়, ঘৃণা থেকে সৃষ্ট সংকট, ক্ষুধা থেকে সৃষ্ট সংকটেও।

ভারতের ১৩০ কোটি মানুষ বর্তমানে ছয় সপ্তাহের লকডাউনে রয়েছে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল দেশটিতে জনস হপকিন্স ইন্সটিটিউটের হিসেবে আজ বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে প্রায় ২০ হাজার লোক আর মারা গেছেন ৬৪০ জন।

ভারত সরকারের সমালোচক হিসেবে পরিচিত অরুন্ধতী রায় বলেন, মুসলিমদের প্রতি বিদ্বেষ সংক্রান্ত সংকটের পেছনে রয়েছে দিল্লিতে এক নির্বিচারে হত্যার ঘটনা, যা দেশটিতে মুসলিমবিরোধী নাগরিকত্ব আইনের প্রতিবাদের সময় ঘটেছিল। কভিড-১৯-এর আড়ালে ভারত সরকার আইনজীবী, জ্যেষ্ঠ সম্পাদক, অ্যাক্টিভিস্ট ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা লড়ায় তরুণ শিক্ষার্থীদের গ্রেফতার করছে।

তিনি দাবি করেছেন, ভারত সরকার এমন এক কৌশলের জন্য ভাইরাসটির অপব্যবহার করছে যা গণহত্যার সময় নাৎসিদের ব্যবহৃত কৌশলগুলোর একটির কথা মনে করিয়ে দেয়। 

তিনি আরো বলেন, রাষ্ট্রীয় সেবক সংঘ (আরএসএস) হচ্ছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মাদারশিপ, যেটি দীর্ঘদিন ধরে বলে আসছে যে, ভারতের হিন্দু রাষ্ট্র হওয়া উচিত। এটির ভাবাদর্শে ভারতের মুসলিমদের সাথে জার্মানির ইহুদিদের তুলনা করা হয়। আপনি যদি তারা কিভাবে কভিডকে ব্যবহার করছে সেদিকে তাকান, তাহলে দেখবেন এটা অনেকটা ইহুদিদের যেভাবে আলাদা করতে, কলঙ্কিত করতে টাইফুসকে ব্যবহার করা হয়েছিল, সেরকম।

বিজেপি অরুন্ধতী রায়ের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে। দলটির মুখপাত্র নালিন কোহলি বলেছেন, অরুন্ধতী রায়ের বক্তব্য বিভ্রান্তিকর, মিথ্যা ও পুরোপুরি বর্ণবাদী।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫