
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিল্লির লালকেল্লায় দেওয়া ভাষণে তিনি শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মোদি বলেন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে উল্লেখ করে বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময় আক্রমণের সম্মুখীন হয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। শীঘ্রই সেখানের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি। ভারত চায় প্রতিবেশী দেশগুলো শান্তির পথে থাকুক। হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত হোক।
নরেন্দ্র মোদি আরও বলেন, ১৪০ কোটি ভারতীয় হিন্দু, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ভারত সব সময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আগামী দিনেও বাংলাদেশের উন্নয়ন যাত্রায় শুধুই আমাদের শুভকামনা থাকবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান।
বৈষম্যবিরোধী আন্দোলনে অন্তত তিন শতাধিক (গণমাধ্যমের তথ্যানুসারে) ছাত্র-জনতা নিহত হয়েছেন। এ সময় হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মতে, ৫ আগস্ট থেকে দেশের ৬৪টি জেলার মধ্যে অন্তত ৫২টি সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে। এ নিয়ে ঢাকাসহ দেশের অনেক জায়গায় বিক্ষোভ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
সূত্র: এনডিটিভি