Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

কলকাতাগামী ফ্লাইটে বোমা আতঙ্ক, জরুরি অবতরণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ১৫:১৪

কলকাতাগামী ফ্লাইটে বোমা আতঙ্ক, জরুরি অবতরণ

ফাইল ছবি

বোমা থাকার আতঙ্কে ভারতীয় সংস্থা ইন্ডিগোর কলকাতাগামী একটি ফ্লাইট ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রায়পুর বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। জানা গেছে, ওই ফ্লাইটে ১৮৭ যাত্রীসহ ছয় ক্রু ছিলেন।

রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ হুমকি পাওয়ার পরে নাগপুর থেকে কলকাতার উদ্দেশে উড্ডয়ন করা বিমানটিকে সরিয়ে নেওয়া হয়েছিল। বিমানটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দরে সকাল ৯টার কিছু পরে অবতরণ করে। পরে বাধ্যতামূলক নিরাপত্তা পরীক্ষার জন্য দ্রুত বিচ্ছিন্ন উপসাগরে নেওয়া হয়। 

তিনি আরও বলেন, কারিগরি কর্মীরা এবং বোমা স্কোয়াডের সদস্যরা বিমানটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫