ভারতে আত্মসমর্পণ করলেন ১১ মাওবাদী নেতা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৩

ভারতে কোণঠাসা হয়ে পড়েছেন মাওবাদী যোদ্ধারা। ছবি: সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রে ১১ জন মাওবাদী নেতা আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে অন্যতম বিমলা চন্দ সিদাম। বিমলার বিরুদ্ধে ছত্তিশগড় ও মহারাষ্ট্রে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে গোটা থানা পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি মাওবাদী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশের কাছে তারা আত্মসমর্পণ করেছেন। তাদের অনেকের বিরুদ্ধে বড় পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এই ঘটনা বিজেপি সরকারের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
বিমলা কেবল বেণুগোপালের স্ত্রী নন, তিনি কিষেণজির ভাতৃবধূ। কিষেণজি পশ্চিমবঙ্গের জঙ্গলমহলে একজন বড় মাওবাদী নেতা ছিলেন। ২০১১ সালে পুলিশের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়। বিমলা মাওবাদী আর্মির (পিএলজিএ) কম্যান্ডার এবং দণ্ডকারণ্যের জোনাল কমিটির নেতা ছিলেন।
বিমলা ১৯৮৩ সালে মাওবাদী সংগঠনে যোগ দেন। তার নেতৃত্বে বহু অভিযান হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি অস্ত্র চালাতে অত্যন্ত দক্ষ ছিলেন।
মাওবাদী বিশেষজ্ঞ রৌণক শিবহরি বলেন, বিমলা শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং তিনি হাসপাতালে যেতেন। এর কারণেই তিনি আত্মসমর্পণ করেছেন। তিনি জানান, বিমলা কিছুদিন ধরে সরকারের সঙ্গে আলোচনা করছিলেন এবং নির্বাচনের পর আত্মসমর্পণ করেন।
এছাড়া গিরিধর নামের আরেক মাওবাদী নেতা ও তার স্ত্রী সংগীতা আত্মসমর্পণ করেছেন। গিরিধরের বিরুদ্ধে ২৫ লাখ রুপি পুরস্কার ছিল। এই ১১ মাওবাদী নেতার বিরুদ্ধে মোট এক কোটি তিন লাখ রুপি পুরষ্কার ঘোষণা করা হয়েছিল।
রৌণক শিবহরি বলেন, ‘মাওবাদীদের শক্তি এখনই কমে গেছে বলা যায় না। তবে তারা কিছুটা কোণঠাসা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখন যারা আত্মসমর্পণ করছেন, তারা অধিকাংশই বয়স্ক। তাই সংগঠন ভেঙে পড়বে না।’