Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

পাকিস্তানের অর্থনীতি চাঙ্গা করতে ১ বিলিয়ন ডলার দেবে আইএমএফ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৫, ১২:২৮

পাকিস্তানের অর্থনীতি চাঙ্গা করতে ১ বিলিয়ন ডলার দেবে আইএমএফ

পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এক বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে। ওয়াশিংটনভিত্তিক এই বৈশ্বিক ঋণদাতা জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে তারা তাৎক্ষণিকভাবে পাকিস্তানকে এক বিলিয়ন ডলার দেবে, যা এই কর্মসূচির আওতায় মোট সহায়তার পরিমাণ ২ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঋণ অনুমোদনের খবরে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “ভারতের ‘চাপ প্রয়োগের কৌশল ব্যর্থ হয়েছে’, যা প্রমাণ করে আইএমএফ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছে।”

ভারতের আপত্তির মধ্যেই এই ঋণ অনুমোদন পায় পাকিস্তান। নয়াদিল্লির অভিযোগ, এই অর্থ সীমান্তপারে পরিচালিত সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতে পারে। আইএমএফ বোর্ডে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই বৈঠকে ভারত ভোট দেওয়া থেকে বিরত থাকে।

ভারতের দীর্ঘদিনের অভিযোগ, পাকিস্তান সরকার কিংবা দেশটির শক্তিশালী সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এ অভিযোগ আরও জোরালোভাবে তুলেছে নয়াদিল্লি।

পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইবার এক ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ প্রথমে এই হামলার দায় স্বীকার করলেও পরে তা অস্বীকার করে। এর প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নামে এক সামরিক অভিযান চালায়। ওই অভিযানে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করে ভারতীয় সেনাবাহিনী।

তবে পাকিস্তান এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে এবং বলে, হামলার সঙ্গে তাদের কোনো যোগ নেই। তারা একটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভারত ও পাকিস্তান উভয়ই দেশই একে অপরের সীমানায় ড্রোন হামলা চালিয়েছে।

পাকিস্তানের পাঠানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভারতীয় সীমান্তে আঘাত হানছে বলে জানিয়েছে দিল্লি। জম্মু-কাশ্মীর, রাজস্থান ও পাঞ্জাব সীমান্তে একাধিক ড্রোন ঢুকে পড়ে। ফিরোজপুরে একটি আবাসিক এলাকায় ড্রোন হামলায় আহত হন তিনজন। ভারতের সেনাবাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫