Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

চলন্ত বাসে হঠাৎ আগুন, পুড়ে অঙ্গার দুই শিশুসহ পাঁচজন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১১:১২

চলন্ত বাসে হঠাৎ আগুন, পুড়ে অঙ্গার দুই শিশুসহ পাঁচজন

আগুনে পুড়ে যাওয়া বাস।

ভারতের বিহার থেকে দিল্লিগামী একটি দূরপাল্লার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ভোররাতে লখনৌয়ের কিষান পথ এলাকায় চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। আগুনে দুই শিশুসহ পাঁচ যাত্রীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, বাসটি বিহার থেকে দিল্লি যাচ্ছিল। যানটিতে ৮০ জন যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তেই গোটা বাস দাউদাউ করে জ্বলে ওঠে। অনেকে জানালা ভেঙে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করলেও দুই শিশুসহ পাঁচজন বের হতে না পেরে ভেতরেই পুড়ে মারা যান। নিহত দুই শিশুর বয়স ১০ বছরের নিচে।

দমকলের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার করা হয় পাঁচজনের নিথর দেহ।

শর্ট সার্কিটের পর সিলিন্ডার বিস্ফোরণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। ভোররাতে দুর্ঘটনা ঘটায় অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরও বাসটি আরও এক কিলোমিটার পর্যন্ত চলতে থাকে। অনেক চেষ্টা করেও খোলা যায়নি জরুরি দরজা, বাধ্য হয়ে জানালা দিয়েই ঝাঁপ দেন যাত্রীরা। পেছনের আসনে থাকা যাত্রীরা আটকে পড়ে মারা যান।

দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে যান। এখন পর্যন্ত চারজনের মরদেহ শনাক্ত করা গেছে।

তাদের মধ্যে আছেন বাসযাত্রী অশোক কুমারের স্ত্রী লক্ষ্মী দেবী ও মেয়ে সোনি। আরেক যাত্রী রামলালের তিন বছরের ছেলে দেবরাজ ও দুই বছরের মেয়ে সাক্ষীও পুড়ে মারা গেছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল। ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


 




Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫