Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখ হাসিনার অভিনন্দন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২১, ১৫:৪৮

মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখ হাসিনার অভিনন্দন

এক মঞ্চে শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়/ ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের টানা তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৬ মে) এক বার্তায় এ অভিনন্দন জানান তিনি। বিষয়টি সংবাদমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার জীবন।

তিনি জানান, পশ্চিমবঙ্গ রাজ্যের টানা তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯২ আসনের নির্বাচনে ২১৩টি আসনে জিতেছে মমতার দল তৃণমূল কংগ্রেস। জয়ের পর গত বুধবার (৫ মে) বেলা সোয়া ১১টার দিকে রাজভবনে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫