
প্রতীকী ছবি
দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে আগামী ১৫ অক্টোবর থেকে পর্যটন ভিসা চালু করতে যাচ্ছে ভারত।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভারতের মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়।
এক বিবৃতিতে জানানো হয়, প্রথম এক মাস শুধু চার্টার্ড ফ্লাইটে ট্যুরিস্টরা ভারতে প্রবেশ করতে পারবেন। আর যারা বাণিজ্যিক ফ্লাইটে ভারত ভ্রমণ করতে চান, তাদের ১৫ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
করোনাভাইরাস প্রতিরোধে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, তা ট্যুরিস্টদের অনুসরণ করতে হবে।