Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

ঝাড়খণ্ডে বিজেপির পতন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ২১:৩২

ঝাড়খণ্ডে বিজেপির পতন

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে হেরে গেছে ক্ষমতাসীন দল বিজেপি। আঞ্চলিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) ও জাতীয় কংগ্রেসের জোট সংখ্যাগরিষ্ঠ আসন নিশ্চিত করে সরকার গঠন করতে যাচ্ছে।

ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন ৮১। সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতে দরকার পড়ে ৪১ আসন। তবে জেএমএম-কংগ্রেস জোট ৪৬ আসনে জয় নিশ্চিত করেছে। অপরদিকে বিজেপি পেয়েছে ২৫টি আসন। ইতোমধ্যে সেখানে কংগ্রেস সমর্থকরা জয় উদ্‌যাপন শুরু করে দিয়েছে। জোটের নেতা হেমন্ত শোরেনই হতে যাচ্ছেন সেখানকার পরবর্তী মুখ্যমন্ত্রী।

এনডিটিভি বলছে, কেন্দ্রীয় সরকারে থাকলেও আঞ্চলিক নির্বাচনে ক্রমেই প্রভাব হারাচ্ছে বিজেপি। গত বছর রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কংগ্রেসের কাছে হেরে গিয়েছিলো নরেন্দ্র মোদির দল।   

রাজ্য গঠনের পর থেকেই ঝাড়খণ্ডে রাজনৈতিক অচলাবস্থা বারবার ফিরে এসেছে। জোট ভেঙেছে, নতুন জোট হয়েছে বারবার। তিনবার রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন জারি হয়েছে। ২০ বছরে মুখ্যমন্ত্রী হয়েছেন ছয়জন। কেউ কেউ দুই বার করে। মোট ১০ বার শপথ হয়েছে মুখ্যমন্ত্রীদের। কিন্তু রঘুবরের আগে, কোনো মুখ্যমন্ত্রী আড়াই বছর পর্যন্তও টিকে থাকতে পারেননি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫