Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

বছরের প্রথম দিনে সবচেয়ে বেশি শিশুর জন্ম ভারতে

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ১৬:০৩

বছরের প্রথম দিনে সবচেয়ে বেশি শিশুর জন্ম ভারতে

নববর্ষে শিশু জন্মের সংখ্যায় শীর্ষে আছে ভারত। ২০২০ সালের প্রথম দিনে জন্ম নেয়া শিশুর সংখ্যায় সব দেশকে টপকে গেল ভারত। 

ওই দিন ভারতে জন্ম হয়েছে ৬৭ হাজারেরও বেশি শিশুর। তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন। 

প্রতি বছরই ইংরেজি নতুন বছরের শুরুর দিন সারা বিশ্বে জন্ম নেয়া শিশুদের তালিকা তৈরি করে ইউনিসেফ। এ বছর আবার নতুন দশকে পদার্পণ করল বিশ্ব। সেই দিক থেকে নয়া দশকের প্রথম শিশুদের স্বাগত জানিয়েছে জাতিসংঘ। 

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোরে বলেন, নতুন বছর ও নয়া শতকের সূচনা শুধু আমাদের ভবিষ্যতের প্রত্যাশার দিকে নজর দেয়ার সুযোগ নয়, আমাদের নয়া প্রজন্মের ভবিষ্যৎও বটে। ক্যালেন্ডারের পাতা উল্টে যেই জানুয়ারি হয়ে যায়, ওই দিন জন্ম নেয়া প্রতিটি শিশুকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হই।


ইউনিসেফের প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২০ সালের পয়লা জানুয়ারি সারা বিশ্বে মোট তিন লাখ ৯২ হাজার ৭৮ শিশুর জন্ম হয়েছে। তার মধ্যে ভারতে নবজাতকের সংখ্যা ৬৭ হাজার ৩৮৫। দ্বিতীয় স্থানে থাকা চীনে এই সংখ্যা ৪৬,২৯৯। এরপর তালিকায় ক্রমান্বয়ে রয়েছে নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, কঙ্গো, ইথিওপিয়ার মতো দেশ। 

উল্লেখযোগ্য ভাবে মোট জন্ম নেয়া শিশুদের মধ্যে অর্ধেক শিশুরই জন্ম হয়েছে এই আটটি দেশে।

ইউনিসেফের অনুমান, ২০১৯ থেকে ২০৫০ সালের মধ্যে ভারতের জনসংখ্যা অন্তত ২৭ কোটি ৩০ লাখ বাড়তে পারে। অন্য দিকে নাইজেরিয়ায় বাড়তে পারে আরো ২০ কোটি। সারা বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির ২৩ শতাংশই হতে পারে এই দু’টি দেশে।

চীনের চেয়ে ভারতের জনসংখ্যা কম। কিন্তু তারপরেও ভারতে প্রায় ২১ হাজার বেশি সদ্যোজাতের জন্ম নেয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রথম শিশু ভূমিষ্ঠ হয়েছে ফিজিতে। শেষ সদ্যোজাত জন্ম নিয়েছে যুক্তরাষ্ট্রে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫