Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

আরএসএস-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান সিপিআইএমের

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ১৮:০৫

আরএসএস-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান সিপিআইএমের

সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ছবি- সংগৃহীত

ভারতে হিন্দুত্ববাদী আরএসএস-বিজেপি’র বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে সঙ্গে মতাদর্শগত, সাংস্কৃতিক, সামাজিক, সাংগঠনিকসহ সবক্ষেত্রে লড়াই চালানোর আহ্বান জানিয়েছে দেশটির বামপন্থী দল সিপিআই(এম)।

আজ শনিবার (৯ এপ্রিল) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা জানিয়েছেন সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

এর আগে গতকাল শুক্রবার (৮ এপ্রিল) দলের ২৩ তম কংগ্রেসে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে এ ‌আহ্বান জানানো হয়।

সীতারাম ইয়েচুরি বলেন, ‘আরএসএস’-এর হিন্দুত্বের রাজনীতিকে শুধু বড় বড় সমাবেশ ও আন্দোলন করেই পরাজিত করা যাবে না। এর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালাতে হবে। শুধু রাজনৈতিক নয়, আদর্শগতভাবে, সাংস্কৃতিক, সামাজিক, সাংগঠনিকসহ সমস্ত ক্ষেত্রে এর বিরুদ্ধে লড়াই চালাতে হবে। হিন্দুত্বের রাজনীতিকে মোকাবিলা করেই একমাত্র ‘হিন্দুত্ব’কে পরাস্ত করা সম্ভব।’  

সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক বলেন, ‘হিন্দুত্ব’কে ‘হিন্দু মৌলবাদ’ বলে খাটো করা ঠিক হবে না। ‘হিন্দু মৌলবাদ’ আর ‘হিন্দুত্ব’ এক জিনিস নয়। ‘হিন্দুত্ব’  আরএসএস-এর একটি রাজনৈতিক প্রকল্প। গোলওয়ালকরের এই তত্ত্বের সঙ্গে সাম্প্রদায়িকতাকে যুক্ত করে আরএসএস তাদের প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। একে আটকানোই এখন মূল কর্তব্য। কারণ, আমরা যে শ্রেণি ঐক্য গড়ে জন গণতান্ত্রিক ভারত গড়ার লক্ষ্যে এগোতে চাই, সেই শ্রেণির মধ্যে, শ্রেণিগুলোর মধ্যে বিভাজন তৈরি করছে এই হিন্দুত্বের রাজনীতিই।’  

সীতারাম ইয়েচুরি বলেন, ‘আমাদের শক্তি ছোট হলেও আমরাই প্রতিক্রিয়ার শক্তির আক্রমণের কেন্দ্রবিন্দুতে আছি। ত্রিপুরায় বিজেপি’র হাতে খুন হতে হচ্ছে আমাদের। পশ্চিমবঙ্গে তৃণমূলের মতো প্রতিক্রিয়াশীল শক্তি আমাদের খুন করছে। কেরালায় ‘আরএসএস’-এর হাতে আমরা খুন হচ্ছি।’ 

‘হিন্দুত্বের রাজনীতি’ আমাদের বৈপ্লবিক অগ্রগতিকে আটকাচ্ছে। হিন্দুত্বের এই ভয়ঙ্কর শক্তিকে পরাস্ত করাই আমাদের বৈপ্লবিক কর্তব্য’ বলেও মন্তব্য করেন সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫