Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

ট্রেন দাঁড় করিয়ে মদ খেতে গেলেন চালক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২২, ২২:০৭

ট্রেন দাঁড় করিয়ে মদ খেতে গেলেন চালক

ভারতে রেলওয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ট্রেন চালক করণবীর যাদব। ছবি: আনন্দবাজার পত্রিকা

রাজধানী এক্সপ্রেস নামে একটি ট্রেনকে আগে যেতে দেওয়ার জন্য আরেক যাত্রীবাহী ট্রেনকে থামিয়ে দেন স্টেশন মাস্টার। এই সুযোগে চালকের আসন থেকে নেমে বাইরে যান ট্রেনচালক। এক ঘণ্টা পর জানা যায়, ওই চালক ট্রেন দাঁড় করিয়ে মদ্যপান করতে চলে গিয়েছিলেন।

ভারতের বিহারের সমস্তিপুর রেল ডিভিশনের হাসানপুর স্টেশনে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, এক ঘণ্টার মতো সময় অতিবাহিত হওয়ার পর যখন চালকের খোঁজ পাওয়া যাচ্ছিলো না তখন রেলওয়ে পুলিশকে তার খোঁজে নামতে হয়। পরে পুলিশ ওই ট্রেনচালককে স্টেশনের পাশের এক বাজার থেকে মদ্যপ অবস্থায় উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, থেমে থাকা যাত্রীবাহী ট্রেনটি সমস্তিপুর থেকে সহরসার দিকে যাচ্ছিলো। রাজধানী এক্সপ্রেসকে আগে যেতে দেওয়ার জন্য স্টেশন মাস্টার ওই যাত্রীবাহী ট্রেনটিকে থামিয়ে দেন। পরে রাজধানী এক্সপ্রেস স্টেশন ছেড়ে যাওয়ার পর ওই যাত্রীবাহী ট্রেনটিকে যাত্রা করার সংকেত দিলেও ট্রেনটি যাত্রা শুরু না করায় দেখা যায় ট্রেনেচালক তার আসনে নেই। এক ঘণ্টা পেরিয়ে গেলেও চালকের সন্ধান পাওয়া যাচ্ছিলো না। ততক্ষণে যাত্রীরা চেঁচামেচি আরম্ভ করে দেন।

পরিস্থিতি সামাল দিতে রেলওয়ে পুলিশ ওই ট্রেনচালককে খুঁজে বের করতে নামে। তারা ওই চালককে স্থানীয় এক বাজরে মদ্যপ অবস্থায় আটক করেন।

চালকের নাম করণবীর যাদব। তিনি ওই ট্রেনের সহকারী চালক ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫