
পাবজি গেমের একটি দৃশ্য
ছেলে পাবজি ও ইনস্টাগ্রামে আসক্ত। বার বার বারণ করা না সত্ত্বেও না শোনায় মায়ের মারধর। এই রাগেই মায়ের মাথায় গুলি করে খুন করে দশম শ্রেণির শিক্ষার্থী। এমনকি হত্যার পর লাশ ঘরে লুকিয়ে রেখেছিল ছেলে। ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে এই ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, ১৬ বছরের কিশোর মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছিল। এ নিয়ে তার সাথে মায়ের নিয়মিত সমস্যা হতো। দিনকয়েক আগে কিশোরের মা তাকে গেম খেলতে নিষেধ করেন, তখন বাড়িতে রাখা বাবার লাইসেন্সড পিস্তল থেকে মাকে লক্ষ্য করে গুলি চালায় ছেলে।
গুলি মায়ের কপালে গিয়ে লাগে। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর দেহটি ঘরেই এক জায়গায় লুকিয়ে রাখে সে। এয়ার ফ্রেশনার কিনে গন্ধ আটকানোর চেষ্টা করে। ঘটনার সময় ঘরে কিশোরের ৯ বছরের বোনও ছিল। তাকেও সে হুমকি দিয়েছিল।
ওই কিশোরের বাবা থাকেন পশ্চিমবঙ্গে। সেখানে তিনি সেনাবাহিনীতে চাকরি করেন। ঘটনার পর বাবাকে ফোন করে কিশোর বলে, বাড়িতে এক ইলেকট্রিশিয়ান এসেছিল। সে এসে মাকে খুন করে। পশ্চিমবঙ্গ থেকেই বাবা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে ছেলেটির সাথে কথা বলেই বুঝতে পারে, সে মিথ্যা বলছে। এরপর তাকে থানায় নিয়ে গিয়ে জেরা করলে সে অপরাধ স্বীকার করে।
ছেলেটি যেহেতু নাবালক, তাই মামলাটি জুভেনাইল আদালতের হাতে তুলে দেওয়া হয়েছে।
মনোবিদদের একাংশের বক্তব্য, সম্প্রতি মোবাইলের গেম আসক্তির পর্যায়ে পৌঁছে গেছে। তার থেকে এমন আরো ঘটনা ঘটার আশঙ্কা আছে। -ডয়চে ভেলে