Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

বিয়েতে গুলি চালিয়ে বরের উল্লাস, প্রাণ গেলো বন্ধুর

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২২, ১৯:৩২

বিয়েতে গুলি চালিয়ে বরের উল্লাস, প্রাণ গেলো বন্ধুর

প্রতীকী ছবি।

নিজের বিয়ে উদযাপনে শূন্যে গুলি ছুড়েছিলেন এক বর। আর এতেই মারা যায় তার এক বন্ধু। 

 ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার ব্রাহ্মনগরে গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) ঘটনাটি ঘটে।

পুরো ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, বর মণীশের গুলি চালানো ও তার বন্ধু বাবুলালের মৃত্যুর ঘটনা।

ওই ভিডিওতে আরো দেখা যায়, পাত্র মণীশ মাধেশিয়ার চারিদিকে দাঁড়িয়ে রয়েছেন পাত্রপক্ষের লোকজন। বিয়ের পরই আনন্দের বহিঃপ্রকাশ করতে বন্দুক থেকে গুলি চালায় পাত্র। আর সেই গুলি গিয়ে লাগে পাত্রের বন্ধুর বুকে। পাত্রের ওই বন্ধুর নাম বাবুলাল। সেখানেই তিনি লুটিয়ে পড়েন। যাদবই বন্ধু-বরের জন্য সেই বন্দুক নিয়ে এসেছিলেন।

এ ঘটনা নিয়ে সোনভদ্র পুলিশের সুপার অমরেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, যিনি মারা গিয়েছেন তিনি বরের বন্ধু। গুলি লাগার পরই যাদবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। মৃতের পরিবার ঘটনায় এফআইআর দায়ের করেছেন। বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে গুলি চালনার ঘটনা বেআইনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫