গবেষণাপত্র আটকে রেখে ছাত্রীকে শিক্ষকের শ্লীলতাহানি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২২, ১৬:০২

প্রতীকী ছবি
ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, যত দিন না অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শেষ না হচ্ছে, তত দিন তিনি পাঠদান সংক্রান্ত কোনো কাজে যুক্ত হতে পারবেন না।
সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন একই বিভাগের এক ছাত্রী। অভিযোগ পেয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ।
ভুক্তভোগী ছাত্রী ফেসবুকে লিখেছেন, ‘আমার গবেষণাপত্র জমা দিতে ইচ্ছাকৃতভাবে দেরি করছিলেন আমার সুপারভাইজার। কয়েক সপ্তাহ আগে কারণটা জানতে পারি। তিনি আমাকে কয়েকদিন আগে তার অফিসে ডেকে পাঠান। তার কুদৃষ্টি আমার শরীরের ওপর ছিলো।’
ওই ছাত্রী আরো দাবি করেন, ওই শিক্ষকের অফিসে যাওয়ার পর তার উরু, গালে স্পর্শ করেন ওই অধ্যাপক। দুই সপ্তাহ আগে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ছাত্রী।
ভুক্তভোগী বলেন, এই ঘটনার পর আরেকদিন হঠাৎ তাকে নিজের কোয়ার্টারে ডাকেন ওই অধ্যাপক। গবেষণাপত্র নিয়ে আলোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রিন জোনে দেখা করার প্রস্তাব দেন ছাত্রী।
তিনি আরো বলেন, অধ্যাপকের সাথে বিশ্ববিদ্যালয়ের গ্রিন জোনে দেখা করার পর সেখানেই ওই শিক্ষক তাকে যৌন হেনস্থা করেন।
অভিযুক্তের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া জানা যায়নি।