Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পদে লড়বেন না বিরোধী দলের নেতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২২, ১৩:১০

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট পদে লড়বেন না বিরোধী দলের নেতা

সাজিথ প্রেমাদাসা। ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে লড়বেন না বিরোধী দলের নেতা সাজিথ প্রেমাদাসা। আজ মঙ্গলবার (১৯ জুলাই) প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সমর্থন দিয়ে সাজিথ নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।

টুইটারে এক বার্তায় সাজিথ বলেন, আমি আমার দেশকে ভালোবাসি এবং জনগণকে লালন করি। আমার দেশের অধিকতর ভালোর জন্য আমি প্রেসিডেন্টের পদের জন্য আমার প্রার্থিতা প্রত্যাহার করছি।

তিনি আরো বলেন, তার দল ‘এসজেবি শ্রীলঙ্কা’, আমাদের জোট ও আমাদের বিরোধী অংশীদাররা দুল্লাস আলাহাপেরুমাকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী করার জন্য কঠোর পরিশ্রম করবে।

তবে সাজিথ লড়াইয়ের মাঠে সব প্রার্থীর চেয়ে বেশি এগিয়ে ছিলেন।

উল্লেখ্য, দেশটির আইনপ্রণেতারা ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫