Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

বাংলাদেশের ত্রাণ সহায়তা প্রস্তাব পাকিস্তানের প্রত্যাখ্যান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৪

বাংলাদেশের ত্রাণ সহায়তা প্রস্তাব পাকিস্তানের প্রত্যাখ্যান

স্মরণকালের ভয়াবহ এই বন্যায় বেশ কিছুদিন ধরেই পানির নিচে তলিয়ে গেছে পাকিস্তানের এক তৃতীয়াংশ এলাকা। সেখানে দেশটির লাখ লাখ মানুষ অনাহারে-অর্ধাহারে দিন পার করছে। ছবি: সংগৃহীত

স্মরণকালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের মানুষের পাশে দাঁড়াতে মানবিক ত্রাণ সহায়তার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ; কিন্তু এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্নের আশঙ্কায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস

বাংলাদেশের প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার ত্রাণ সহায়তার প্যাকেজের মধ্যে ছিল-১০ টন বিস্কুট, ১০ টন ড্রাই কেক, এক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরাল স্যালাইন, ৫ হাজার মশারি, ২ হাজার কম্বল এবং ২ হাজার তাবু।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, বাংলোদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই মানবতার পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় পাকিস্তানে সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫