Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ভারতে দৈনিক সংক্রমণ প্রায় সাড়ে ৩ লাখ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ২০:১০

ভারতে দৈনিক সংক্রমণ প্রায় সাড়ে ৩ লাখ
ভারতের করোনাভাইরাস পরিস্থিতি ক্রমাগত অবনতি হচ্ছে। টানা ৪ দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখের বেশি। রবিবার (২৫ এপ্রিল) আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২ হাজার ৭০০ এর বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৬৯১, যা এখন পর্যন্ত সর্বাধিক। এখন পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২। এখন পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৯২ হাজার ৩১১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১ লাখ ২৯ হাজার ৮১১। মোট সক্রিয় রোগীর সংখ্যা ২৬ লাখ ৮২ হাজার ৭৫১। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ হার ২০.৩৪ শতাংশ। এখন পর্যন্ত মোট সংক্রমণের হার ৬.১০ শতাংশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫