Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আফগানিস্তানে বাসে পৃথক বোমা হামলায় নিহত ১৩

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ মে ২০২১, ১৬:০৭

আফগানিস্তানে বাসে পৃথক বোমা হামলায় নিহত ১৩

আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ছবি: আল জাজিরা

আফগানিস্তানে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণে একটি বাসের অন্তত ১১ জন নিহত ও বহু আহত হয়েছেন।

গতকাল রবিবার (৯ মে) রাতে এ ঘটনা ঘটে বলে আজ সোমবার (১০) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানায়।

ঈদুল ফিতর উপলক্ষে তালেবানের তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে এ হামলার ঘটনা ঘটল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান বলেন, এ ঘটনায় ২৮ জন আহত হয়েছেন এবং আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এদিকে আজ ভোরে পারওয়ান প্রদেশে আরেকটি বিস্ফোরণ একটি মিনিবাসে আঘাত হেনেছে। এতে দুইজন নিহত ও নয়জন আহত হয়েছে।

শনিবার দেশটির রাজধানী কাবুলে একটি স্কুলের সামনে গাড়ি বোমা ও মর্টার হামলায় অন্তত ৬৮ জন নিহত ও ১৬৫ জন আহত হন। হতাহতের অধিকাংশই ওই স্কুলটির ছাত্রী। 

বিদেশি সৈন্য প্রত্যাহার চলার মধ্যেই আফগানিস্তানে একের পর এক প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে চলছে। চলতি বছরের ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণা আসার পর থেকেই আফগানিস্তানজুড়ে সহিংসতা দ্রুত বাড়তে শুরু করে। -এএফপি


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫