আফগানিস্তানে তুরস্কের সেনা উপস্থিতি নিয়ে তালেবানের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১১:৫৮

আফগানিস্তানে বিদেশি সৈন্যদের উপস্থিতি। ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার সময় দেশটিতে তুরস্কের সেনা উপস্থিতি বাড়ানোর বিরুদ্ধে তালেবান গোষ্ঠী আঙ্কারাকে হুঁশিয়ার করে দিয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) তারা কঠোর ভাষায় বলেছে, তুরস্কের এমন সিদ্ধান্ত ‘নিন্দনীয়’।
আগামী মাসে বিদেশি সৈন্যরা আফগানিস্তান থেকে চলে যাওয়ার সময় কাবুল বিমানবন্দর রক্ষায় তুরস্কের সৈন্য পাঠানোর প্রতিশ্রুতির কয়েকদিন পর তালেবানের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আঙ্কারার এমন সিদ্ধান্ত অপরিণামদর্শী, আমাদের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার চরম লঙ্ঘন ও আমাদের জাতীয় স্বার্থ বিরোধী।’
এর আগে তারা চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের শেষ সময়ের মধ্যে চলে না গেলে দখলদার হিসেবে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। -এএফপি