Logo
×

Follow Us

আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে ফাঁকা গুলি মার্কিন সেনাদের

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ১২:৫২

কাবুল বিমানবন্দরে ফাঁকা গুলি মার্কিন সেনাদের

কাবুল বিমানবন্দরে মানুষের ভিড়। ছবি : এএফপি

আফগানিস্তান ছাড়ার জন্য হাজার হাজার মানুষ কাবুল বিমানবন্দরের একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করলে ফাঁকা গুলি করে যুক্তরাষ্ট্রের সেনারা। বর্তমানে বিমানবন্দরটির দায়িত্বে আছে মার্কিন বাহিনী।

আজ সোমবার (১৬ আগস্ট) কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন।

ফোনে ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, জনতা নিয়ন্ত্রণের বাইরে ছিল। বিশৃঙ্খলা থামাতেই শুধু গুলি ছোড়া হয়।

গতকাল রবিবার (১৫ আগস্ট) তালেবান বিদ্রোহীরা রাজধানী কাবুলে প্রবেশ করার পর থেকেই দেশ ছাড়ার চেষ্টায় শত শত আফগান ওই বিমানবন্দরটিতে জড়ো হয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, এখানে আমার খুব ভয় লাগছে। তারা আকাশের দিকে অনেক গুলি ছুঁড়ছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেকগুলো ভিডিওতে গুলির শব্দ শোনা যাচ্ছে। অনেকগুলো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মানুষজন রানওয়ের দিকে দৌড়ে বিমানে ওঠার চেষ্টা করছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিমানগুলোয় কূটনৈতিক কর্মীদের আগে সরিয়ে নিতে অগ্রাধিকার দেয়া হচ্ছে, যা বিশৃঙ্খলা আর বিভ্রান্তি আরো বাড়িয়ে দিয়েছে।

এদিকে বর্তমান পরিস্থিতিতে যারা আফগানিস্তান ছেড়ে যেতে চান, তাদের বাধা না দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে ৬৫টি দেশ। দেশত্যাগে ইচ্ছুক ব্যক্তিরা কোনো হয়রানির শিকার হলে এর দায় তালেবানকেই নিতে হবে বলে জানিয়েছে এসব দেশ। -বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫