Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আফগানিস্তান ত্যাগ করা শেষ মার্কিন সেনা ক্রিস

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ আগস্ট ২০২১, ১৫:১২

আফগানিস্তান ত্যাগ করা শেষ মার্কিন সেনা ক্রিস

মার্কিন বাহিনীর সর্বশেষ সদস্য হিসেবে আফগানিস্তান ত্যাগ করছেন মেজর জেনারেল ক্রিস ডোনাহু। ছবি : টুইটার

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সর্বশেষ সদস্য হিসেবে মেজর জেনারেল ক্রিস ডোনাহু আফগানিস্তানের মাটি ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন।

ক্রিস মার্কিন সেনাবাহিনীর ৮২তম বিমানবাহী বিভাগের ১৮তম এয়ারবোর্ন কর্পসের অধিনায়ক। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সি-১৭ কার্গো বিমানে করে আজ মঙ্গলবার (৩১ আগস্ট) স্থানীয় সময় ভোররাত ৩টা ১৫ মিনিটে কাবুল ত্যাগ করেন তিনি।

এর মধ্য দিয়ে আফগানিস্তানে প্রায় ২০ বছর যুদ্ধের আনুষ্ঠানিক অবসান হলো। আর নিজের অজান্তেই ইতিহাসে নাম লিখিয়ে ফেলেছেন ক্রিস।

 ক্রিস ডোনাহু

গতকাল সোমবার (৩০ আগস্ট) পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান মেরিন জেনারেল ফ্রাঙ্ক ম্যাককেনজি বলেন, আমি আফগানিস্তান থেকে আমাদের সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার ঘোষণা দিচ্ছি। মার্কিন সব নাগরিকদের সরিয়ে নেয়ার মাধ্যমে সেখানে আমাদের সামরিক অভিযানের সমাপ্তি হলো।

তিনি জানিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা এখনো কাবুল ত্যাগ করতে পারেননি, তাদের সহায়তা করার কূটনৈতিক মিশনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ বিমানটি কাবুল ত্যাগ করার পর কাবুলে তালেবানে বিজয়সূচক গুলির আওয়াজ শোনা গেছে। -বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫