Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি চান আখুন্দজাদা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২২, ২০:০০

আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি চান আখুন্দজাদা

তালেবানের শীর্ষ নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা

ইসলামিক আমিরাত অব আফগানিস্তান সরকারকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তালেবান প্রধান হায়বাতুল্লাহ আখুন্দজাদা।

মুসলমানদের অন্যতম শীর্ষ ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আগে আজ শুক্রবার (২৯ এপ্রিল) তালেবান প্রধান আফগানিস্তানের বর্তমান সরকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

তবে তালেবানের এই শীর্ষ নেতা নারী শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরা প্রসঙ্গে কোনো কথা বলেননি। নারী অধিকার নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনায় পড়েছে তালেবান।

২০ বছর যুদ্ধের পর গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে। কিন্তু বিশ্বের কোনো দেশ এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

লিখিত বার্তায় তালেবান নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা বলেন,  বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতায় আফগানিস্তানের ভূমিকা আছে। এই প্রয়োজনে বিশ্ব সম্প্রদায়ের উচিত ইসলামিক আমিরাত সরকারকে স্বীকৃতি দেওয়া। 

তালেবান নেতা বলেন, বিশ্ব আজ একটা ছোট গ্রাম। যথাযথ কূটনৈতিক সম্পর্ক তার দেশের সমস্যা সমাধানে সহায়তা করতে পারে। 

সূত্র: আল জাজিরা

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫