পর্যটকদের জন্য সুখবর দিয়েছে মিয়ানমার সরকার। করোনা মহামারির কারণে দু’বছর বন্ধ রাখার পর এবার সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
বার্তা সংস্থা এএফপি জানায়, করোনা মহামারীর সংক্রমণ রোধ করার লক্ষ্যে ২০২০ সালের মার্চ মাসে সীমান্ত বন্ধ করে দিয়েছিল মিয়ানমার।
গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার জানিয়েছে, ‘‘পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে পর্যটন ই-ভিসার জন্য আবেদনের অনুমতি দেওয়া হবে এবং ১৫ মে ২০২২ থেকে আবেদন গ্রহণ করা হবে।’’
অ্যাক্টিভিস্ট গ্রুপগুলো সতর্ক করেছে যে, পর্যটকরা মিয়ানমার ভ্রমণ করলে তাদের পরিশোধ করা ডলার খনি, ব্যাংক, পেট্রোলিয়াম, কৃষি এবং পর্যটন সহ অর্থনীতির অনেক খাত থেকে সেনাবাহিনীর কোষাগারে জমা হবে।
অ্যাক্টিভিস্ট গ্রুপ জাস্টিস ফর মিয়ানমার বলেছে, "বিদেশী পর্যটকরা যদি মিয়ানমার সামরিক বাহিনী ও তাদের সহযোগীদের মালিকানাধীন হোটেল ও পরিবহন এড়িয়ে চলে, তবুও তারা ভিসা ফি, বীমা ও ট্যাক্সের মাধ্যমে জান্তাকে অর্থায়ন করবে।"
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh