Logo
×

Follow Us

আন্তর্জাতিক

পদত্যাগ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ মে ২০২২, ১৭:৫৪

পদত্যাগ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

ভারতের ত্রিপুরা প্রদেশের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পদত্যাগ করেছেন। প্রদেশের নির্বাচনের এক বছর আগে আজ আকস্মিকভাবে পদত্যাগ করেছেন তিনি। দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আজ শনিবার (১৪ মে) ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, প্রদেশের গভর্নর এন আর্যর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। রাজ ভবনে গভর্নরের সাথে বৈঠকের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ত্রিপুরার এই মুখ্যমন্ত্রী।

বিপ্লব কুমার দেবের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা পিটিআই বলছে, ‘দল চায় আমি সংগঠনকে শক্তিশালী করতে কাজ করি।’

এনডিটিভি বলছে, ত্রিপুরার ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অভ্যন্তরীণ কোন্দলের খবর প্রচার হওয়ার পর বিপ্লব কুমার দেবের পদত্যাগের ঘোষণা এল। ত্রিপুরার বিধানসভায় বিজেপি দলীয় নতুন নেতা নির্বাচিত করতে শনিবার আরো পরের দিকে দলটির বৈঠকে বসার কথা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫