Logo
×

Follow Us

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে অগ্রসর হচ্ছেন বিক্ষোভকারীরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২২, ১৩:৫০

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে অগ্রসর হচ্ছেন বিক্ষোভকারীরা

ছবিতে শ্রীলঙ্কার বিক্ষোভকারী। ছবি: বিবিসি

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে কয়েক হাজার বিক্ষোভকারী যাচ্ছেন। তারা বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২০ মিনিটের দূরে অবস্থান করছেন।

দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছিলেন, গোতাবায়া রাজপাকসের পদত্যাগের পর সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠন করা হলে তিনি পদত্যাগ করবেন। কিন্তু দেশটির সাধারণ মানুষ এখনই তার পদত্যাগ চান। 

শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্টের অবর্তমানে প্রধানমন্ত্রী স্বয়ংক্রিয়ভাবে ৩০ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পাবেন। সে হিসেবে গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে পালিয়ে যাওয়ায় আগামী ৩০ দিনের জন্য প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। 

করুনারত্নে নামে একজন বিক্ষোভকারী রয়টার্সকে জানান, আজ বুধবার (১৩ জুলাই) সন্ধ্যার মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগের কথা না নিশ্চিত হয় তাহলে তারা ফের একসাথে জড়ো হয়ে সংসদ বা অন্য কোনো সরকারি ভবন দখল করবেন।

সূত্র: বিবিসি

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫