দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২২, ১১:৪৮

পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত
শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে একটানা ২৭ ঘণ্টা জেরার পর পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি জেনারেল পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
রাজ্যের সাবেক এ শিক্ষামন্ত্রীকে শনিবার (২৩ জুলাই) দুপুরে আদালতে তোলা হবে।
এদিকে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি থেকে গত বুধবার (২০ জুলাই) উদ্ধার করা হয় নগদ প্রায় ২১ কোটি রুপি ও প্রায় ৫০ লাখ রুপির স্বর্ণ।
জানা যায়, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে আনার পর মেডিকেল চেকআপ করা হবে। এরপর দুপুরে তোলা হবে আদালতে।
ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতে রিমান্ডে চাওয়া হবে তাদের।
প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে যাওয়া হতে পারে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে।