Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সমাবেশে গুলিবিদ্ধ ইমরান খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ১৮:২২

সমাবেশে গুলিবিদ্ধ ইমরান খান

পাকিস্থানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি: ফাইল

পাকিস্তানে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ দাবিতে এক সমাবেশে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে পাঞ্জাবের ওয়াজিরাবাদে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, যে কনটেইনারে মঞ্চ বানিয়ে সমাবেশ হচ্ছিল, সেখান থেকে ইমরানকে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় অন্য একটি গাড়িতে সরিয়ে নিতে দেখা গেছে টেলিভিশনে প্রচারিত ভিডিওতে।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো বলছে, ওয়াজিরাবাদের ওই সমাবেশস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের নেতা ইমরানকে। গুলির খবর পেয়ে পাঞ্জাব পুলিশও ঘটনাস্থলে পৌঁছেছে।

পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, ইমরানের পায়ে একটি বুলেটের আঘাত লেগেছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে যে অজ্ঞাত ব্যক্তি গুলি করেছে, তাকে পুলিশ শনাক্ত করতে পেরেছে।

জানা গেছে ইমরান খানের পার্টি তেহরিক -এ-ইনসাফ আয়োজিত একটি লং মার্চ ঘিরে এই সভা আয়োজিত হয়েছিল। সেখানে ইমরানের কন্টেনার লক্ষ্য করে গুলি চালানো হয়। জিও নিউজের খবর অনুযায়ী একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫