Logo
×

Follow Us

আন্তর্জাতিক

নিজের সঙ্কটকে বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের সাথে তুলনা ইমরান খানের!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ১৮:৩০

নিজের সঙ্কটকে বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের সাথে তুলনা ইমরান খানের!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ফাইল ছবি

পাকিস্তানে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে নিজের লড়াইকে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইমরানের দাবি, আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান যেভাবে সত্যিকারের মুক্তির জন্য লড়াই করেছিলেন, সেভাবেই তিনি লড়াই করছেন।

১৯৭১ সালে পাকিস্তানের জাতিকে দুই ভাগে বিভক্ত করার কথা স্মরণ করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান বলেন, ওই ঘটনার প্রধান কারণ ছিল একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক ম্যান্ডেট জয়ের পরেও সাংবিধানিকভাবে শাসন করার অনুমতি পায়নি।

পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্যা ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশে নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর থেকে লংমার্চ পালন করছে পিটিআই।

হাকিকি আজাদি মার্চ-২ নামের এই লংমার্চ পঞ্চম দিনে গড়িয়েছে মঙ্গলবার। আর দেশজুড়ে অনুষ্ঠিত এই লংমার্চের নেতৃত্ব দিচ্ছেন ইমরান খান।

মঙ্গলবার গুঞ্জরাওয়ালায় পিটিআইয়ের সমাবেশে উপস্থিত ছিলেন ইমরান খান। সেখানে উপস্থিত পিটিআইয়ের সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তিনি।

ইমরান খান বলেন, নির্বাচনের পর আওয়ামী লীগকে ক্ষমতার কর্তৃত্ব দেওয়া হয়নি। এর ফলে পাকিস্তানের পূর্বাংশ তথা পূর্ব পাকিস্তান ‘বাংলাদেশ' নামে স্বাধীন রাষ্ট্র হয়ে যায়।

খবরে বলা হয়, পিটিআই চেয়ারম্যান সমাবেশে তার বক্তৃতায় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচনী ম্যান্ডেট দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল বলে দাবি করেন। যে কারণে দেশের পূর্বাঞ্চলের অর্ধেক পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

ইমরান খান বলেন, একজন চতুর রাজনীতিবিদ (জুলফিকার আলী ভুট্টো) ক্ষমতার লোভ সশস্ত্র বাহিনীকে তৎকালীন বৃহত্তম দল (আওয়ামী লীগের) বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিলেন। যে দলটি নির্বাচনে জয় লাভ করেছিল। যার ফলে দেশ ভেঙে যায়।

ইমরান খান তার নিজ দল পিটিআইকে তৎকালীন আওয়ামী লীগের সাথে তুলনা করেছেন। একই সঙ্গে তার দাবি, বৃহত্তম এবং একমাত্র ফেডারেল দল হওয়া সত্ত্বেও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের আহ্বানে নতুন নির্বাচন দিতে অস্বীকার করছে সরকার।

তিনি বলেন, সবাই জানেন শেখ মুজিবুর রহমান এবং তার দল ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জিতেছিল। ক্ষমতা হস্তান্তর করার পরিবর্তে একজন চতুর রাজনীতিবিদ আওয়ামী লীগ এবং সেনাবাহিনীকে সংঘর্ষের পথে নামিয়ে দিয়েছিলেন... বর্তমানে নওয়াজ শরিফ এবং আসিফ জারদারি একই ভূমিকা পালন করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫