ভারতের ঝাড়খণ্ডে ধানবাদে বহুতল ভবনে আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ আরো ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানবাদের ব্যাংক মোড় থানা এলাকার আশীর্বাদ টাওয়ার নামে একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ১৬০ কিলোমিটার দূরে জোড়াফটক এলাকায় ওই আবাসনটির অবস্থান।
আগুন ছড়িয়ে পড়ে সাত তলা পর্যন্ত। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে আটকে পড়েন অনেকেই। আগুন ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ধানবাদের এসএসপি সঞ্জীব কপমার জানিয়েছেন, মৃতদের মধ্যে রয়েছেন ১০ জন মহিলা ও তিনজন শিশু। আবাসনটির ১০০ ফ্ল্যাটে কমপক্ষে ৪০০ জন বাসিন্দা ছিলেন। তবে অগ্নিকাণ্ডের সময় ওই আবাসনে বিয়ে উপলক্ষে বহু অতিথি এসেছিল বলে জানা গেছে। চার ঘণ্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল বাহিনী।
এদিকে এই ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এর আগে গত শনিবার ধানবাদের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে মারা যান ওই হাসপাতালের চিকিৎসক দম্পতিসহ পাঁচজন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ভারত ঝাড়খণ্ডে আগুন মৃত্যু ভারতে আগুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh