বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ তিন বাংলাদেশিকে কলকাতায় নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোহাম্মদ ফিরোজ আলম, শফিকুল ইসলাম ও মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় তাদের থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৮৪ হাজার মার্কিন ডলার এবং কানাডিয়ান ডলার ও ইউরো। এসব মুদ্রার বাংলাদেশে বাজারমূল্য ৯৬ লাখ ৩৫ হাজার টাকার বেশি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিমানে কলকাতা থেকে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন শফিকুল ইসলাম। বিমানবন্দরে লাগেজ স্ক্যানিং করে ইউএস ডলার উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে অপর দুই বাংলাদেশির নাম বলেন শফিকুল। তাদেরকে তল্লাশি করলে মোল্লা মোহাম্মদ নাসির উদ্দিনের পরিহিত জ্যাকেট থেকে কানাডিয়ান ডলার এবং অন্যদিকে মোহাম্মদ ফিরোজ আলমের কাছ থেকে ইউএস ডলার পাওয়া যায়।
এ তিনজনকে ডলার পাচারের অভিযোগে বিমানবন্দর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh