Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সরকারি বাংলো খালি করলেন রাহুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ২১:৫৫

সরকারি বাংলো খালি করলেন রাহুল

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি: সংগৃহীত

বেঁধে দেয়া সময়সীমার শেষ দিন দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি বাংলো ছেড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা থেকে এমপি পদ হারানো রাহুল ও তার বোন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী আজ শনিবার (২২ এপ্রিল) সকালের পর দুইবার বাংলোতে যান।

২০০৫ সাল থেকে দিল্লির ১২ তুঘলক লেনের বাংলোতে ছিলেন রাহুল গান্ধী। তাকে সেখান থেকে সরে যেতে ২২ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছিলেন লোকসভা হাউজিং কমিটির প্রধান ও বিজেপির এমপি সিআর পাতিল।

ভারতে সংসদ সদস্য পদে অযোগ্য বিবেচিত হলে সরকারি বাসায় থাকা যায় না। এমপি পদ হারানো ব্যক্তিকে বাসা খালি করতে এক মাস সময় দেয়া হয়।

২০১৯ সালে এক নির্বাচনী সমাবেশে সব চোরের নামের শেষে ‘মোদি’ কেন থাকে, সে প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী। এর জেরে তার নামে মানহানির মামলা হয়। সেই মামলায় গুজরাটের সুরাটের একটি আদালত ৫২ বছর বয়সী রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয়।

মামলায় সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীকে সংসদ সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করে লোকসভা সচিবালয়।

আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করতে ৩০ দিন সময় পান রাহুল। এ সময়ের মধ্যে আপিল করলেও গত শুক্রবার তা খারিজ করে দেয় আদালত। এর ফলে আপাতত এমপি পদ ফিরে পাচ্ছেন না রাহুল।

কেরালার ওয়েনাড় থেকে নির্বাচিত রাহুলকে তার পদ ফিরে পেতে হলে গুজরাট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল করতে হবে।

মানহানির মামলায় গত ৩ এপ্রিল রাহুলকে জামিন দেয় সুরাটের দায়রা জজ আদালত।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫