এক কিশোরী ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে টলিউড অভিনেতা তথা গায়ক মহারাজ বসুকে গতকাল মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতা কিশোরী পরিচালকের কন্যা। অনেকদিন ধরেই যৌন লালসার শিকার হয়ে এসেছেন এই কিশোরী। অবশেষে সম্প্রতি পরিবার ও পুলিশকে সব ঘটনা জানান। এর পরই বিধাননগর থানার পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করে। এই ঘটনা জানাজানি হতেই টালিগঞ্জ ফিল্ম ইন্ডান্ট্রিতে প্রবল আলোড়ন তৈরি হয়েছে।
জানা গেছে, শর্টফিল্মে অভিনয় করেন অভিযুক্ত মহারাজ বসু। তবে গীতিকার ও গায়ক হিসেবেই তার পরিচিতি বেশি। একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে রয়েছে মহারাজের গান।
তদন্তকারীরা কিশোরীর সঙ্গে কথা বলে জানতে পেরেছে একবার নয়, একাধিকবার অভিযুক্ত অভিনেতা ও গায়ক মহারাজ বসুর যৌন লালসার শিকার হয়েছে সে।
পরিচালক বাবার ইউনিটে সহায়তা করত নবম শ্রেণির ছাত্রী নির্যাতিতা কিশোরী। সেই পরিচয়ের সূত্রে অভিযুক্তর বাড়িতেও যাতায়াত ছিলো তার। ২০২২ খ্রিষ্টাব্দের উত্তর চব্বিশ পরগণার একটি এলাকায় শুটিং চলার সময় প্রথম কিশোরীর শ্লীলতাহানি করা হয়। এ মে মাসে পুনরায় অভিযুক্ত কিশোরীকে হেনস্তা করে।
এরপরে গত ১৯ মে নির্যাতিতার পরিচালক বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh