পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে এই আনোয়ারুল হক

পাকিস্তানের অন্তবর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আনোয়ারুল হক কাকার। দেশটিতে কে হচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান তা নিয়ে এতদিন ব্যাপক জল্পনা-কল্পনা ছিল। মিডিয়াতেও তিনি এত আলোচিত ব্যক্তি নন। তাহলে কে এই আনোয়ারুল হক কাকার?

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আনোয়ারুল হক কাকার ২০১৮ সালে বেলুচিন্তান থেকে একজন স্বতন্ত্র সিনেটর হিসেবে নির্বাচিত হন। সিনেটর হিসেবে তার ছয় বছর পূর্ণ করার কথা ছিল, যার মেয়াদ শেষ হবে ২০২৩ সালের মার্চে। 

কাকার বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) এই আইনপ্রণেতা পশতুন জাতিগোষ্ঠীর কাকার উপজাতির সদস্য। যে কারণে তিনি পশতুন ও বালুচ-উভয় গোষ্ঠীরই প্রতিনিধিত্ব করেন।

‘দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) মূলধারার রাজনৈতিক দলগুলোর সাথেও ভালো সম্পর্ক রয়েছে আনোয়ারুল হক কাকারের।’

এছাড়া, তিনি পাকিস্তানিস এন্ড হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট এবং সিনেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন হিসেবে কাজ করছেন। একই সঙ্গে তিনি ব্যবসায়িক উপদেষ্টা কমিটির সদস্য এবং ফিল্যান্স এন্ড রেভিনিউ বিভাগেও কাজ করছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //