Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে এই আনোয়ারুল হক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১৯:০১

পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে এই আনোয়ারুল হক

আনোয়ারুল হক কাকার।

পাকিস্তানের অন্তবর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন আনোয়ারুল হক কাকার। দেশটিতে কে হচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান তা নিয়ে এতদিন ব্যাপক জল্পনা-কল্পনা ছিল। মিডিয়াতেও তিনি এত আলোচিত ব্যক্তি নন। তাহলে কে এই আনোয়ারুল হক কাকার?

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আনোয়ারুল হক কাকার ২০১৮ সালে বেলুচিন্তান থেকে একজন স্বতন্ত্র সিনেটর হিসেবে নির্বাচিত হন। সিনেটর হিসেবে তার ছয় বছর পূর্ণ করার কথা ছিল, যার মেয়াদ শেষ হবে ২০২৩ সালের মার্চে। 

কাকার বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) এই আইনপ্রণেতা পশতুন জাতিগোষ্ঠীর কাকার উপজাতির সদস্য। যে কারণে তিনি পশতুন ও বালুচ-উভয় গোষ্ঠীরই প্রতিনিধিত্ব করেন।

‘দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন), পাকিস্তান পিপলস পার্টিসহ (পিপিপি) মূলধারার রাজনৈতিক দলগুলোর সাথেও ভালো সম্পর্ক রয়েছে আনোয়ারুল হক কাকারের।’

এছাড়া, তিনি পাকিস্তানিস এন্ড হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট এবং সিনেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন হিসেবে কাজ করছেন। একই সঙ্গে তিনি ব্যবসায়িক উপদেষ্টা কমিটির সদস্য এবং ফিল্যান্স এন্ড রেভিনিউ বিভাগেও কাজ করছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫