Logo
×

Follow Us

দক্ষিণ এশিয়া

স্বতন্ত্র নির্বাচন করবে ইমরানের দল পিটিআই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১৪:০৭

স্বতন্ত্র নির্বাচন করবে ইমরানের দল পিটিআই

পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) দলীয় পতাকা। ছবি: সংগৃহীত

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) স্বতন্ত্র নির্বাচন করবে। নির্বাচনী প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ কেড়ে নেয়ার পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দলটি।

গতকাল শনিবার (১৩ জানুয়ারি) রাতে ইসলামাবাদে সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এসব কথা বলেন গওহর আলি খান। তিনি বলেছেন, নির্বাচনী প্রতীক বাতিল করায় সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবেন। 

তিনি বলেন, আমরা একটি শক্তিশালী দল। পিটিআইয়ের সব প্রার্থী নির্বাচন করবেন স্বতন্ত্রভাবে। প্রার্থীদের নির্বাচনের প্রতীকসহ একটি তালিকা প্রকাশ করবো আমরা।

যেহেতু পিটিআইয়ের এখন কোন একক প্রতীক নেই, তাই তাদের প্রতীক নিয়ে বা কে পিটিআইয়ের প্রার্থী তা নিয়ে জনগণের মধ্যে দ্বিধা সৃষ্টি হতে পারে। এর আগে পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ক্রিকেট ‘ব্যাট’ প্রতীক বাতিল করে পাকিস্তান নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ইমরান খান বর্তমানে আদিয়ালা জেলে বন্দি। সেখান থেকে তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন ব্যারিস্টার গওহর আলি খানকে।

সূত্র: জিও নিউজ

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫