Logo
×

Follow Us

আন্তর্জাতিক

দেশ ভাঙার চেষ্টা করছে কংগ্রেস: মোদি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ২৩:৫১

দেশ ভাঙার চেষ্টা করছে কংগ্রেস: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

বিআর আম্বেদকারের সংবিধানকে অবমাননা করে দেশ ভাঙার চেষ্টা করছে কংগ্রেস। এমনটাই বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভি।

জানা যায়, কংগ্রেসের দক্ষিণ গোয়ার প্রার্থী ভিরিয়াতো ফার্নান্দেস ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে দলের সিনিয়র নেতা রাহুল গান্ধীকে বলেছিলেন, পর্তুগিজ শাসন থেকে মুক্তির পর গোয়ার ওপর ভারতীয় সংবিধান জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে।

মোদি মঙ্গলবার ছত্তিশগড়ের এক বিশাল সমাবেশে বলেন, কংগ্রেসের গোয়া প্রার্থী বলছেন যে তার রাজ্যে নাকি ভারতের সংবিধান প্রযোজ্য নয়। এটা কি বাবাসাহেব আম্বেদকার এবং সংবিধানের অপমান নয়? এটা কি সংবিধানের সঙ্গে হস্তক্ষেপ নয়? এটা সবই দেশ ভাঙার সুচিন্তিত ষড়যন্ত্রের অংশ। 

মোদি আরও বলেন, আজ তারা গোয়াতে সংবিধানকে অস্বীকার করছে, আগামীকাল তারা সারা ভারত জুড়ে বিআর আম্বেদকরের সংবিধানকে অস্বীকার করার চেষ্টা করবে।

প্রসঙ্গত, কংগ্রেস বিজেপির বিরুদ্ধে তৃতীয় মেয়াদে নির্বাচিত হলে সংবিধান পরিবর্তন করতে চায় বলে অভিযোগের আঙুল তুলেছে।

কারণ, উত্তর কন্নড় কেন্দ্রের বিজেপির ছয় বারের সাংসদ অনন্ত হেগড়ে এর আগে বলেছিলেন, এবারের নির্বাচনে তারা ৪০০ লোকসভা আসনের লক্ষ্য নির্ধারণ করেছেন, যাতে সংবিধান সংশোধন করা যায়। 

এই মন্তব্যের পর হেগড়েকে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা থেকেই বাদ দেওয়া হয়।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫