Logo
×

Follow Us

আন্তর্জাতিক

লোকসভা নির্বাচন: ৩১ আসনের ফল ঘোষণা, এগিয়ে বিজেপি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ১৭:৫৯

লোকসভা নির্বাচন: ৩১ আসনের ফল ঘোষণা, এগিয়ে বিজেপি

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩১টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টা পর্যন্ত মোট ৩০টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২১টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। চারটি আসনে জিতেছে কংগ্রেস। 

দুটি আসনে জয় পেয়েছে জনতা দল (জেডি-এস)। এ ছাড়া আম আদমি পার্টি ১টি, শিবসেনা (উদ্ভব) ১টি এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএমএস) একটি করে আসনে জয় পেয়েছে।

ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মঙ্গলবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩১টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

ওয়েবসাইটের তথ্য বলছে, বিজেপি ২২২ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে  ৯৪ আসনে। সমাজবাদী পার্টি (এসপি) ৩৪ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ২৯ আসনে।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা দাঁড়ায় ২৪৪টি। অন্যদিকে একই হিসাবে কংগ্রেসের আসনসংখ্যা দাঁড়ায় ৯৮।

গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়। কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪ আসন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫