Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন মোদি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ২০:৪৮

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন মোদি

নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। আজ রবিবার (৯ জুন) রাষ্ট্রপতি ভবনে তিনি শপথ পড়েন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান মোদি। সেখানে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে টানা তিনবার দায়িত্ব পালন করেছিলেন জহরলাল নেহরু। এই তালিকায় এবার যুক্ত হলো মোদির নাম।

মোদির শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ  প্রমুখ। বলিউড তারকাদের মধ্যে শাখরুখ খান, অক্ষয় কুমার, চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানি প্রমুখ অনুষ্ঠানে হাজির ছিলেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫